Leave your details


Send


SWARANE SAPATHE AMITABH (Remembering Assistant Sub-Inspector Amitabh Mallik, West Bengal Police)

স্মরণে শপথে 'অমিতাভ' 

বড়ছেলের চাকরির পর জীবনযুদ্ধের কাঠিন্য থেকে একটু একটু করে সচ্ছল হয়ে ওঠা বাবা মা, নাবালক পড়ুয়া ভাই বা সদ্য বিবাহিতা স্ত্রী, এদের সবার চিন্তা পেছনে ফেলে নিজের দেশের কাজে ঝাঁপিয়ে পড়া কর্তব্যনিষ্ঠ এক নির্ভীক সাব ইন্সপেক্টরের আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা বাংলা । মধ্যমগ্রামের এই বীর যুবক, মাত্র ২৬ বছরের শহীদ অমিতাভ মালিক । 

আলোর উৎসব দীপাবলির ঠিক আগেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় অন্ধকারে আবৃত গোটা মালিক পরিবার । তাই আগামী ১৯শে অক্টোবর,২০১৭ (বৃহস্পতিবার) দীপাবলির দিনে এই বীর শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে, তাঁর পরিবারের সম্মতিতে তাদের বাড়ির আঙিনায় দীপ জ্বালিয়ে আলোকিত করতে চায় 'শারদীয়া' । ঐদিন এই মহান ব্যক্তির প্রতি সম্মাননায় 'শারদীয়ার দীপাবলির দীপ' জ্বালাতে দীপাবলির দিন বিকেল ৫টায় মধ্যমগ্রামের তাদের বসতবাড়িতে উপস্থিত থাকবে 'শারদীয়া' । 


* 'শারদীয়া' ঠিক বিকেল ৩টেয় শিয়ালদহ স্টেশন থেকে রওনা দেবে শহীদ অমিতাভ মালিকের বাড়ির উদ্দেশ্যে, যাঁরা একসাথে যেতে চাও তাঁরা চলে এসো বন্ধু শিয়ালদহ স্টেশনে(অনুসন্ধানের সামনে) । *
* বীর শহীদ অমিতাভ মালিককে শ্রদ্ধার্ঘ্য জানাতে সাদা মোমবাতি এবং সাদা ফুল সঙ্গে আনতে পারো বন্ধু । *সকলের উপস্থিতি একান্ত কাম্য ।

স্থান - শহীদ অমিতাভ মালিকের বাড়ি,মধ্যমগ্রাম 
তারিখ - ১৯শে অক্টোবর,২০১৭ (বৃহস্পতিবার)
সময় - বিকেল ৫টাশারদীয়া
8013571298
9903345753


#SARODIYA
#শারদীয়া


   

Event Details

Madhyamgram
19 October 2017
05:00 PM - 07:00 PM IST
Add to Calendar 17:00:00 Asia/Calcutta SWARANE SAPATHE AMITABH (Remembering Assistant Sub-Inspector Amitabh Mallik, West Bengal Police) আলোর উৎসব দীপাবলির ঠিক আগেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় অন্ধকারে আবৃত গোটা মালিক পরিবার । তাই আগামী ১৯শে অক্টোবর,২০১৭ (বৃহস্পতিবার) দীপাবলির দিনে এই বীর শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে, তাঁর পরিবারের সম্মতিতে তাদের বাড়ির আঙিনায় দীপ জ্বালিয়ে আলোকিত করতে চায় Madhyamgram

Contact Details

View Event on


Share Event